ঘরে বাইরে আজ (২০১৯) মুভি ডাউনলোড লিংক ও রিভিউ | Twicebd.com l


Search Any Page Of TwiceBD.Com

ঘরে বাইরে আজ (২০১৯) মুভি ডাউনলোড লিংক ও রিভিউ

Contributor
Total Post 3
মুভিঃ ঘরে বাইরে আজ
পরিচালকঃ অপর্ণা সেন
IMDb: 7.1/10
পারসোনাল রেটিংঃ ৮.৫
সিনেমার কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের বহুআলোচিত ঘরে বাইরে দ্বারা অনুপ্রাণিত। তবে সত্যজিত রায় কয়েক দশক আগে যে “ঘরে বাইরে” যে ছবি করেছেন তার রিমেক বললে
কিন্তু ভুল হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “ঘরে বাইরে” উপন্যাসকে আধুনিক সমাজের প্রেক্ষাপটে উপস্থাপন করেছেন “ঘরে বাইরে
আজ” সিনেমার পরিচালক অপর্ণা সেন। ঘরে বাইরে আজ’ একেবারেই স্বতন্ত্র এক্টা ছবি। নামেই স্পষ্ট এ ছবি আজকের, বর্তমান সময়ের ভারত অর্থাৎ বর্তমান ভারতের রাজনৈতিক
পরিস্থিতির। যে পরিস্থিতির আঁচে এই মুহূর্তে ভারতের আভ্যন্তরীণ অবস্থা বেশ টালমাটাল, সেই উত্তপ্ত আবহাওয়া এই ছবির মুল বিষয়।

ছবির গল্পের প্রাণপুরুষ নিখিলেশ (অনির্বাণ ভট্টাচার্য) দিল্লীর মহারানী বাগের এক নির্ভিক সাংবাদিক। দলিত, নিপীড়িত মানুষের পাশে
দাঁড়িয়ে তাদের লড়াই করাই তার একমাত্র লক্ষ্য।ছবির প্রাণ বৃন্দা,(তুহিনা দাশ) কোনো এককালে যার নাম ছিল বিমলা, দলিত ঘরের
মেয়ে। জন্মসূত্রে সে বিহারের মেয়ে। যে দলিত সমাজকে ছুঁয়ে দেখাকে পাপ মনে করে সমাজ।
বৃন্দা কেমন করে অক্সফোর্ড প্রেসের প্রুফরিডার, কেমন করে
নির্ভিক সাংবাদিক, ইন্ডিয়া অনলাইন সংস্থার কর্ণধার ডঃ নিখিলেশ চৌধুরীর স্ত্রী সেটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে।

তাদের সাজানো সংসার ঘিরেই শুরু হয় ছবির গল্প। আর আছে এক তথাকথিত ন্যাশানালিস্ট
হিন্দু ধর্মবিসারদ প্রফেসার সন্দিপ ঝাঁ (যীশু সেনগুপ্ত)। বর্তমানে হিন্দুত্ববাদী পার্টির ধ্বজাধারী এক নামী রাজনৈতিক ব্যক্তিত্ব ও নিখিলেশের বাল্যবন্ধু।
সন্দীপ ধূর্ত, ভীষণ ম্যানিপ্যুলেটিভ একজন বাগ্মী এবং নারীকে ইন্দ্রিয়জালে ফাঁসাতে ওস্তাদ।
সিনেমা সময়ের কথা বলে। বহমান সময়, বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া সময়, গণহত্যা, গণঅভ্যুত্থান– ইতিহাসের এই সাদা-কালো
মাইলফলকগুলি ধরা থাকে সেলুলয়েডে। দর্শক চান বা না চান, পছন্দ করুক বা না করুক,
সিনেমায় সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ থাকবে কারণ সেটাই কাম্য। অপর্ণা সেন-এর ‘ঘরে বাইরে আজ’ একটি প্রতিবাদী ছবি, যে প্রতিবাদ
সম্পর্কের রাজনীতির সীমাবদ্ধতা থেকে বেরিয়ে বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে আমাদেরকে ভাবতে বাধ্য করে। বারবার দেখার মত এক্টা সিনেমা “ঘরে বাইরে আজ”


দেখে ফেলতে পারেন মুভিটি ♥
ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন
ধন্যবাদ সকলকে♥
2 weeks ago (January 16, 2020) 70 Views

4 responses to “ঘরে বাইরে আজ (২০১৯) মুভি ডাউনলোড লিংক ও রিভিউ”

  1. TwiceBD Support™ TwiceBD Support™
   Blocked
   says:

   পোস্ট সুন্দর ভাবে সাজিয়ে লিখবেন,
   ভেতরে কমপক্ষে সুন্দরের জন্য একটা ছবি ব্যবহার করবেন।

   • Asif999
    Contributor
    says:

    মুভি রিভিউ আর কিভাবে সাজিয়ে লিখবো ভাই?

    • TwiceBD Support™ TwiceBD Support™
     Blocked
     says:

     আপনি কি লক্ষ করেছেন যে, আপনার এই পোস্টাই আমরা কিছুটা সম্পাদনা করেছি?
     আর মুভি রিভিউ বা যায়ই হোক না কেনে সুন্দর ভাবে লেখা যাবেই,
     আর আমার চেয়ে সুন্দরটা আপনার বেশি জানা উচিৎ,
     যায়হোক সুন্দরভাবে কপিমুক্ত পোস্ট লিখবেন।

    • TwiceBD Support™ TwiceBD Support™
     Blocked
     says:

     আর আপনার প্রতিটি পোস্টের ডাউনলোড লিংক ঠিক করুন,
     সরাসরি ডাউনলোড লিংক নিন।

Leave a Reply