Posted on Leave a comment

মঙ্গল গ্রহ আসলে দেখতে কেমন? জানুন বিস্তারিত

প্রিয় টুইসবাসীরা প্রথমে আমার সালাম নেবেন ।
আশা করি সবাই ভালো আছেন । কারণ
TwiceBD.Com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই
আপনাদের জন্য আরেকটা নতুন পোস্ট নিয়ে হাজির হলাম।
আজ আলোচনা করবো মঙ্গলগ্রহ নিয়ে। আশা করছি সবার ভাল লাগবে।
মঙ্গল গ্রহ আসলে দেখতে খুবই বিচিত্র। পৃথিবী থেকে এই লাল গ্রহকে দেখতে কাছে মনে হলেও এটি পৃথিবী থেকে ৩ কোটি ৪০ লক্ষ মাইল দূরে অবস্হিত।
[img id =2238]
মঙ্গলে পৃথিবীর মতো ঝড় বৃষ্টি হয়। এটির পৃথিবীর মতো বায়ুমন্ডল আছে। পৃথিবীতে ৩৬৫ দিনে একবছর হলেও এখানে কিন্তু বছর ঘুরতে অনেক সময় লাগে। ৬৮৭ দিনে এখানে একবছর হয়। কেউ যদি এখানে নিজের জন্মদিন পালন করতে চায় তবে তাকে ২ বছর ওয়েট করতে হবে। খুব মজার ব্যাপার তাই না।
আসলে মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা অনেকের।

মঙ্গল গ্রহে আমাদের পৃথিবীর মতো সূর্য দেখা যায়। কিন্তু পৃথিবীর তুলনায় তা অর্ধেক ছোট দেখা যাবে।
[img id =2239]

২০৩৩-২০৩৫ সাল নাগাদ মানুষ মঙ্গলগ্রহে যেতে পারে। পর্যায়ক্রমে সেখানে ২৪ জনকে পাঠানো হবে। এজন্য ইউএসএতে প্রায় ২ লক্ষ আবেদন জমা পড়েছে। এরমধ্যে ১০০০ জনকে শর্টলিস্ট করা হয়েছে।
[img id =2240]

পোস্টটি ভালো লেগে থাকলে লাইক দিতে
ভুলবেন না। পোস্টটি কেমন হয়েছে তা
কমেন্টএ জানান।
তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন
TwiceBD.Com এর সাথে থাকুন । আর এই সাইট
যদি ভালো লাগে আপনার বন্ধুদের জানাবেন
। সবাই আমার জন্য দোয়া করবেন।